বর্তমান সময়ে রাজ্যের মানুষের নতুন এক স্বপ্নের পিপাসা মেটানো জন্য অবিরাম দাবার বোর্ডে পরিশ্রম করছে ছোট্ট আর্শিয়া দাস।বিশ্ব দরবারে গোটা দেশ সহ রাজ্যের নাম উজ্জ্বল করছে মেয়েটি। কিন্তু তার চোখেই ঝরছে জল। কেন?

আর্শিয়া দাস (ফাইল ছবি)

আর্শিয়া এই সাফল্য হজম করতে পারেন নি রাজ্য দাবা সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্শিয়াকে নিয়ে করেন কটু মন্তব্য।

Table of Contents

অভিজিৎ  সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’অভিনন্দন, বাঘ নাই বনে শেয়াল রাজা’। ছিঃ ছিঃ।

।।বিজ্ঞাপন।।

ডেস্ক রিপোর্টার, ৩১আগস্ট।।
             গদ্যলেখক সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন, “মূর্খদের বিদ্যাদানের প্রচেষ্টা বন্ধ্যাগমনের মতই নিষ্ফল”।—– ঠিক একই অবস্থা রাজ্য দাবা সংস্থার। দাবার অ – আ না জানা মূর্খদের “সংস্থার” চেয়ার দিলে, তারা যে সেই চেয়ারের ভার সইতে পারবে না। এটাই স্বাভাবিক। এই  ইতিহাস অনেক আগেই রচিত হয়েছে রাজ্য দাবা সংস্থায়। তাই তো  দাবায় “বিদ্যান” খেলোয়াড়ের সাফল্য নিয়ে মূর্খের মতো মন্তব্য করেছেন রাজ্য দাবা সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি (সংবিধান বহির্ভূতপদ) অভিজিৎ ঘোষ। যিনি নাকি কোনদিন দাবার গুটিও স্পর্শ করেন নি। ছিঃ ছিঃ। এটাই কি রাজ্যের ক্রীড়া জগতের “সু-শাসন”! রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ও ক্রীড়া পর্ষদ  সচিব সুকান্ত ঘোষ ও সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক কি রাজ্য দাবা সংস্থার “মূর্খ”  অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেবেন না? যদি তারা অভিজিৎ ঘোষের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেন, তাহলে এটাও হবে আরেকটা নতুন ইতিহাস।বলছেন, ক্রীড়া জগতের প্রাজ্ঞরা।

।।খল নায়ক অভিজিৎ ঘোষ।।

ক্রীড়া ক্ষেত্রে দীপা কর্মকারের পর আর কোনো আইকনকে পায় নি রাজ্য। বর্তমান সময়ে রাজ্যের মানুষের নতুন এক স্বপ্নের পিপাসা মেটানো জন্য অবিরাম দাবার বোর্ডে পরিশ্রম করছে আর্শিয়া দাস।বিশ্ব দরবারে গোটা দেশ সহ রাজ্যের নাম উজ্জ্বল করছে আর্শিয়া।কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি, “আর্শিয়া দাস অপমানিত হলো নিজ নীড়ে- ই। তাও আবার দাবা সংস্থার মূর্খ অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষের বক্তব্যের মাধ্যমে। “- তথ্য দিয়ে এই দাবি করেছেন দাবা সংস্থার সঙ্গে জড়িত লোকজন।

।।বিজ্ঞাপন।।

গত ২৯ আগস্ট  শ্রীলঙ্কার মাটিতে কমনওয়েলথ দাবার অনুর্ধ্ব-‌১৪ প্রতিযোগিতার ব্রিটজ বিভাগের স্বর্ণপদক জয় করে নজির গড়েছিল পূর্বোত্তরের প্রথম মহিলা কেন্ডিডেট মাস্টার দাবাড়ু আর্শিয়া দাস। এই  সাফল্যের পর চারদিক থেকে  অভিনন্দনের বন্যায় ভাসছিল রাজ্যের সোনার মেয়ে আর্শিয়া। তাঁর এই সাফল্য হজম করতে পারেন নি রাজ্য দাবা সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি অভিজিৎ ঘোষ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্শিয়াকে নিয়ে করেন কটু মন্তব্য।

।।অভিজিৎ ঘোষের এফবি পোস্ট।।

অভিজিৎ  সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,’অভিনন্দন, বাঘ নাই বনে শেয়াল রাজা’।  রাজ্যের পশ্চিম জেলা সাংসদ বিপ্লব কুমার দেব তার সোশ্যাল মিডিয়ায়
আর্শিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন। বিপ্লব কুমার দেবের এই পেজেই অভিজিৎ ঘোষ কটু মন্তব্য করেন সোনার মেয়ে আর্শিয়াকে নিয়ে। তাছাড়া রাজ্যের কয়েকটি সংবাদ মাধ্যমের পেজেও আর্শিয়াকে নিয়ে একই মন্তব্য করেন অভিজিৎ।

।।বিজ্ঞাপন।।

আর্শিয়াকে নিয়ে আরো খবর পড়ুন

https://janatarmashal.com/

রাজ্যের একটা মেয়ে বিদেশের মাটিতে গায়ে জাতীয় পতাকা জড়িয়ে দেশ ও রাজ্যকে বিশ্ব ক্রীড়া মানচিত্রের ঊর্ধ্বে তুলে ধরেছে। অথচ এই ছোট্ট মেয়েটিকে অভিনন্দন না জানিয়ে,তাঁর সাফল্যকে খাটো করেছেন জীবনে হাতে দাবা গুটি স্পর্শ না করা মূর্খ সংগঠক অভিজিৎ ঘোষ। মূর্খ সংগঠকের এই বক্তব্যের মাধ্যমেই রাজ্যের ক্রীড়া জগতে রচিত হলো এক কলঙ্ক জনক অধ্যায়। এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের ক্রীড়া মহলে প্রচন্ড ক্ষোভ দেখা দেয়। উঠে ছিঃ ছিঃ রব।

।।বিপ্লব কুমার দেবের এফবি পেজে অভিজিতের মন্তব্য।।

আরো খবর পড়ুন

https://x.com/janatarmashal24/status/1828359014486548847?t=L5vCIB6PIRUJNmgTHA34Qw&s=19

তখনই ধান্দাবাজ ক্রীড়া সংগঠক অভিজিৎ ঘোষ নিজের  পিঠ বাঁচাতে নতুন নাটক তৈরি করেন। ৩০ আগস্ট সকালে তিনি দাবা সংস্থার ইমেলে মেসেজ করে বলেছেন তার ফেসবুক অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। হাস্যকর! তিনি নাকি  এই বিষয়ে সাইবার ক্রাইম পুলিশের দারস্থ হয়েছেন। গোটা বিষয় এখন তদন্ত সাপেক্ষ। তবে শেষ মুহূর্তে যে অশ্ব ডিম্ব প্রসব হবে , এটা বলার অপেক্ষা রাখে না।

।।বিভিন্ন মহল থেকে আর্শিয়াকে সংবর্ধনা।।

রতন সাহার ঘটনা প্রকাশ্যে চলে আসতেই তিনি সঙ্গে সঙ্গে নিজেকে বাঁচাতে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করেন!এবং সাইবার ক্রাইমে একটি মামলা রুজু করেছিলেন। নেপথ্যে মূল ঘটনা কি ছিলো? তা ক্রীড়া মহলে ওপেন সিক্রেট।

।।বিজ্ঞাপন।।

রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে এই রকম নাটক নতুন নয়। গত মাস ছয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার ভাই রতন সাহা, তার ফেসবুক পেজে নিজেকে রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দাবি করেছিলেন। তিনি যে ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি এই বিষয়টি জ্বলজল করছিল ফেসবুক পেজে। রতন সাহার ঘটনা প্রকাশ্যে চলে আসতেই তিনি সঙ্গে সঙ্গে নিজেকে বাঁচাতে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি করে!এবং সাইবার ক্রাইমে একটি মামলা রুজু করেছিলেন। নেপথ্যে মূল ঘটনা কি ছিলো? তা ক্রীড়া মহলে ওপেন সিক্রেট। রতন সাহার ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা,  কেন হ্যাক করেছিল? পুলিশি তদন্তে কি তথ্য উঠে এসেছে? তা আজও অধরা।

আরো খবর পড়ুন

P-interest :https://pin.it/23v04zovb

ছেলের দৌলতে অভিজিৎ ঘোষের দাবা সংস্থায় আসা ।সংস্থায় পা রেখে নিজেকে অনেক বড় মাতব্বর ভেবে চলছে তিনি।

রাজ্য দাবা সংস্থার সঙ্গে জড়িয়ে থাকা লোকজনের বক্তব্য অনুযায়ী, অভিজিৎ জীবনে কোনদিন দাবা খেলেন নি।  ছেলের দৌলতে তার দাবা সংস্থায় আসা ।সংস্থায় পা রেখে নিজেকে অনেক বড় মাতব্বর ভেবে চলছে তিনি। রাজ্য সংস্থার সভাপতির অভিজিৎ মল্লিকের ভদ্রতার আড়ালে তিনি করে চলছেন অনেক অন্যায়। তারপরও অভিজিৎ মল্লিক মুখে কুলুপ এঁটে রেখেছেন কেন?

।।বিজ্ঞাপন।।

এর আগে রাজ্য দাবা সংস্থার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক অভিভাবকের সঙ্গে করেছিলেন অন্যায়জনক আচরণ। এছাড়া রাজ্যের এক সিনিয়র দাবাড়ুকে অনেকটা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন রাজ্য দাবা সংস্থার অফিস ঘর থেকে। অথচ ওই ঘরে নিশ্চিন্তে বসিয়ে রেখেছিলেন নিজের স্ত্রীকে।


“আমি এব্যাপারে কিছুই জানিনা। ২৯ আগস্ট রাত থেকে ফেসবুকও খুলতে পারছি না।”– অভিজিৎ ঘোষ।

অভিজিৎ ঘোষ সাফাই দিতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেন,”আমি এব্যাপারে কিছুই জানিনা। ২৯ আগস্ট রাত থেকে ফেসবুকও খুলতে পারছি না। শুনতে পেয়েছি মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্যও নাকি আমি টাকা চাইছি। তাই এখন দ্বারস্থ হচ্ছি সাইবার ক্রাইম অফিসে।” ব্যাস! অভিজিৎ কি দাবার বোর্ডের মত প্রতিপক্ষের রাজাকে “চেকমেট” করতে পারবেন? মনে হয় না! দাবা সংগঠক অভিজিৎ ঘোষের এই নোংরা খেলার উপাখ্যান আপাতত তোলা থাক কুলুঙ্গিতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *