ডেস্ক রিপোর্টার,২৩ অক্টোবর।।
            তিপ্রা সিভিল সোসাইটির ডাকা ত্রিপুরা বনধ কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল কমলপুরের সালেম – শান্তির বাজারে। অভিযোগ,  বৃহস্পতিবার রাতে আন্দোলনকারীদের একাংশ হামলা অতর্কিত হামলা করে সালেমা ও শান্তির বাজার এলাকার বাড়িঘর ও দোকান পাটে।মুহূর্তেই তারা শান্তির বাজারে থাকা দোকান পাটে আগুন দেয়। প্রতিবাদ করতে আসা লোকজনকে মারধর করে।রাস্তায় দাঁড় করানো গাড়ি গুলিতে ধরিয়ে দেয় আগুন। ভয়ে মানুষ দৌড়ঝাঁপ করে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও নিরাপত্তা । আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ছুটে গিয়েছিল দমকল বাহিনী। দমকল ইঞ্জিনেও হামলা করেছে তিপ্রা সিভিল সোসাইটির সমর্থকরা।
        পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসে নি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর নিরাপত্তা বাহিনী। স্থানীয় মানুষজন আতঙ্ক গ্রস্থ হয়ে উঠেছে। গভীর রাতেও হামলা করতে আন্দোলনকারীরা। এমন খবর রয়েছে গোয়েন্দার কাছে। হামলার ঘটনার সময় সংশ্লিষ্ট অঞ্চলের বাঙালিদের বাড়ি – ঘরে চলছিল ভ্রাতৃ তৃতীয়ার উৎসব। ঠিক এই সময়ে তিপ্রামথার আন্দোলনকারীরা অতর্কিত হামলা শুরু করে। মানুষ ভয়ে জর ভরত হয়ে যায়।গোয়েন্দার আশঙ্খা, রাতে রাজ্যের অন্যান্য জায়গাতেও এই ঘটনার রেশ আছড়ে পড়তে পারে। তবে সর্ব শক্তি নিয়ে প্রস্তুত পুলিশ প্রশাসন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *