ডেস্ক রিপোর্টার ,২ সেপ্টেম্বর।।
বিরোধী দল সিপিএমের সভা কেন্দ্র করে ফের তপ্ত বড়জলা মন্ডলের নতুনননগর এলাকা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার নতুন নগর এলাকায় সভা করার উদ্যোগ নিয়েছিল বামপন্থীরা। সেই অনুযায়ী সভা স্থলে চলছিল সাজ সজ্জার কাজ। অভিযোগ, এই সময়ে একদল দুষ্কৃতিকারী হাতে লাঠি ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বামেদের সভাস্থলে। নষ্ট করে দেয় সভাস্থলের সাজ সজ্জা।দুষ্কৃতীদের হামলায় আহত হয়েছেন দুইজন শ্রমিক।তারা সভা স্থলে মাইক বাঁধানোর কাজে নিয়োজিত ছিলেন। এই ঘটনার পর বাম নেতৃত্ব স্থানীয় বিজেপির গুণ্ডা বাহিনীর দিকে আঙুল তুলে। স্থানীয় বাম নেতা জানিয়েছেন, বিজেপির এই ধরনের ঘটনা নতুন নয় এটা তাদের পুরানো সংস্কৃতি।
