আগরতলা, ১৮ অক্টোবর।।
          বাঙালী মহিলা সমাজ’, ‘ত্রিপুরা রাজ্য কমিটি’র পক্ষ থেকে ‘তিপ্রাসা সিভিল সোসাইটি’র আগামী ২৩ শে অক্টোবর ‘ভাই ফোঁটা’ উৎসবের দিনে, ২৪ ঘন্টা ধর্মঘট ডাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এবং এই তারিখ পরিবর্তন করার দাবি জানায় সংগঠনটি।
      গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো দল ধর্মঘট ডাক দিতে পারে। কিন্তু একটা আবেগপ্রবণ উৎসবের দিনে এই বনধ মেনে নেওয়া যায় না। ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া হলো ভাই-বোনের সম্পর্ককে উদযাপন করার একটি উৎসব।  যা কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয়। এই উৎসবে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে ফোঁটা দেন। এটা একটা চিরন্তন সম্প্রীতির উৎসব।
                 ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই উৎসব বিভিন্ন নামে পালিত হয়। পশ্চিম ভারতে এই উৎসব”ভাইদুজ’, মহারাষ্ট্র গোয়া ও কর্নাটকে ‘ভাইবিজ’, নেপাল ও পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে এই উৎসব ‘ভাই টিকা’ নামে পরিচিত।ত্রিপুরায় জাতি-জনজাতির মেলবন্ধনের রাজ্য। এই ভাইফোঁটা উৎসব আমাদের মনে শান্তি, সৌভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক চরমপ্রদ আবেগ সৃষ্টি করে।
          এই দিনেই ‘তিপ্রাসা সিভিল সোসাইটি’ র ধর্মঘট জাতি জনজাতির মধ্যে তীব্র বিভেদ, মতানৈক্য ও অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে পারে। বাঙালী মহিলা সমাজের কাছে সেটা কাম্য নয়। বাঙালি সমাজের মহিলারা চান, জাতি-জনজাতি সকল স্তরের মানুষ এই রাজ্যে ভ্রাতৃত্বের মেলবন্ধনে শান্তিতে বসবাস করুক। এক প্রেস বিবৃতিতে বাঙালী মহিলা সমাজ এই তথ্য জানিয়েছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *