“রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ তুলে একটি চিঠি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কে বা কারা এই চিঠি দিয়েছেন? চিঠির নিচে লেখা রয়েছে বিজেপি, ত্রিপুরা প্রদেশের সাধারণ কার্য কর্তা। তার মানে বিজেপির কর্মীরাই এই চিঠি দিয়েছে। নাকি বিজেপির কর্মীদের নামে ভুয়ো চিঠি লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে।”…


বিজেপি’র ঘরোয়া রাজনীতিতে বিপ্লব বিরোধী শক্তি অনেক বেশি সক্রিয়। তারা বিপ্লবের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করার চেষ্টা করছে।দাবি বিপ্লব পন্থীদের।

ডেস্ক রিপোর্টার,২৪ জুলাই।।
       “প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এডিসির বাঙালিদের সীমাহীন দুর্দশার একমাত্র নায়ক।  নিজের স্বার্থ চরিতার্থ করতে এডিসির বাঙালিদের জুয়া খেলছেন ।বিপ্লব কুমার দেব ধ্বংসকারী
প্রদ্যুতের প্রেমে পড়েছেন ।তিনি মুখ্যমন্ত্রীর আসন
পুনরুদ্ধার করতে চাইছেন। রাজ্যে জাতপাতের দাঙ্গার মাধ্যমে তিনি অশান্তি সৃষ্টি করতে চাইছেন।”

।।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চিঠি।।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ তুলে একটি চিঠি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কে বা কারা এই চিঠি দিয়েছেন? চিঠির নিচে লেখা রয়েছে বিজেপি, ত্রিপুরা প্রদেশের সাধারণ কার্য কর্তা। তার মানে বিজেপির কর্মীরাই এই চিঠি দিয়েছে। নাকি বিজেপির কর্মীদের নামে ভুয়ো চিঠি লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে।

।।বিজ্ঞাপন।।

আরো খবর পড়ুন

https://janatarmashal.com/tripura-news-lichu-bagan-was-shaken-by-the-sound-of-three-gunshots-in-agartala-at-night-agartala-lichu-bagan-tripura-news-

এই চিঠির মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই চিঠিটি সত্যতা কতটা? তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। “জনতার মশাল” এই চিঠিটি সত্যতা যাচাই করে নি।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া চিঠি থেকে স্পষ্ট বিজেপি’র ঘরোয়া রাজনীতিতে বিপ্লব বিরোধী শক্তি অনেক বেশি সক্রিয়। তারা বিপ্লবের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করার চেষ্টা করছে।দাবি বিপ্লব পন্থীদের। চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রদেশ সভাপতির উদ্দেশ্যে আর্জি জানিয়ে বলা হয়েছে, তারা যেন গোয়েন্দার মাধ্যমে বিপ্লব কুমার দেবের উপর নজরদারী রাখতে। গোটা চিঠিটি যে বিপ্লব কুমার দেবকে কালিমা লিপ্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। এটা স্পষ্ট স্বদলীয় লোকজনই বিপ্লবকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ব্লু প্রিন্ট করেছে।

আরো খবর পড়ুন

https://x.com/janatarmashal24/status/1814656604832473572?t=gJ3bTKV1AL72GBLI7_n1Mw&s=19

ত্রিপুরাতে বাঙালির ঘর পুড়িয়ে “রাজনীতি” করা নতুন নয়। বাম জামানায় ধারাবাহিক ভাবে রাজ্যের বিভিন্ন জায়গাতে আগুনের গ্রাসে জ্বলে পুড়ে খাক হয়েছিল বাঙালির জীবন, সহায় – সম্পত্তি। সর্বস্ব হারিয়ে হয়েছে নিঃস্ব। তার দায় ভার কে নেবে?

।।বিজ্ঞাপন।।

এটাও বাস্তব সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিপ্লব দেব বলেছিলেন, ” প্রদ্যুৎ কিশোর তিপ্রামথা তৈরি করেছেন তার কথাতেই।রাজনৈতিক ভাবে বিরোধীদের কোণঠাসা করতেই বিপ্লব প্রদ্যুৎকে দিয়ে তিপ্রামথার জন্ম দিয়েছিলেন” ।রাজনীতিকরা বলছেন, প্রদ্যুৎ এই বিষয়টিকে ক্যাশ করেই নানান সময়ে বাঙালি বিদ্বেষী বক্তব্য করে তিপ্রামথার বাজার গরম করেছেন।
 

।।বিজ্ঞাপন।।

আক্ষরিক প্রদ্যুৎ কিশোরের এই রণকৌশলে ক্ষতি হয়েছে বিজেপি ‘র। এবং ঘুর পথে বিপ্লব দেবের সাদা পাঞ্জাবিতেও পড়েছে কালির ছিটা। এটাও চিরন্তন সত্য ২০১৮ সালে বিপ্লব কুমার দেবের হাত ধরেই বিজেপি টানা ২৫ বছরের বাম দুর্গের পতন ঘটিয়ে ছিলেন।

আরো খবর পড়ুন

P- interest:https://pin.it/31bhi2Ixh

“১৮- তে বামেদের ঐতিহাসিক পরাজয়ের নায়ক ছিলেন বিপ্লব- ই।’

ত্রিপুরাতে বাঙালির ঘর পুড়িয়ে “রাজনীতি” করা নতুন নয়। বাম জামানায় ধারাবাহিক ভাবে রাজ্যের বিভিন্ন জায়গাতে আগুনের গ্রাসে জ্বলে পুড়ে খাক হয়েছিল বাঙালির জীবন, সহায় – সম্পত্তি। সর্বস্ব হারিয়ে হয়েছে নিঃস্ব। তার দায় ভার কে নেবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনি কি মিস করেছেন