ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
রাতের আধারে বোলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হলো শহরের লেক চৌমুহনি বাজার। নেপথ্যে আগরতলা পুর নিগম ।তাতে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রচুর ব্যবসায়ী। নিগম কর্তৃক লেক চৌমুহনি বাজার ভাঙ্গার প্রেক্ষিতে রাস্তায় নেমে গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। এই ঘটনার প্রতিবাদে সিপিআইএম সদর জেলা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। আয়োজন করা হয় পথসভার। এই পথ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এর আগে মানিক সরকার লেক চৌমুহনি বাজারের ধংস স্তূপ পরিদর্শন করেন। স্থানীয় ব্যবসায়ীদের এই অবস্থা প্রেক্ষিতে মানিক সরকার বলেন, অনৈতিক ভাবে ব্যবসায়ীদের বাজার থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এটা আগরতলা নিগম কর্তৃপক্ষের অমানবিক ঘটনা। মানিক সরকারের কথায়, পুর নিগম কর্তৃক ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা না তাদের দোকান ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আগরতলা পুর নিগমের বক্তব্য, লেক চৌমুহনি বাজারের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিলো।কয়েকবার দেওয়া হয়েছিল নোটিশ।তারপরও তারা জায়গা ছাড় নি।বাধ্য হয়ে তাদের দোকান ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
