আশীষ কুমার সাহার বক্তব্য, সম্প্রতি দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা অজিত ডোভাল জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে বিকৃত তথ্য দিয়েছেন। অজিত ডোভাল নাকি বলেছেন, ” দেশের স্বাধীনতা সংগ্রামের গান্ধীজির কোনো ভূমিকা নেই। বরং দেশ স্বাধীন হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্য।” অজিত ডোভালের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তিনি।
ডেস্ক রিপোর্টার, ২৬ জানুয়ারি।।
“বিজেপি দেশের সংবিধানকে দুর্বল করছে, সংবিধানকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করছে।” – সোমবার দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবসে আগরতলা কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে একথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, বহু স্বাধীনতা সংগ্রামী রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আজ দেশে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে। শাসক দল বিজেপি সংবিধানকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করছে।মনীষীদের মধ্যে বিভাজন টেনে দিচ্ছে। অথচ তারা সবকিছুর ঊর্ধ্বে।
আশীষ কুমার সাহার বক্তব্য, সম্প্রতি দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান উপদেষ্টা অজিত ডোভাল জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে বিকৃত তথ্য দিয়েছেন। অজিত ডোভাল নাকি বলেছেন, ” দেশের স্বাধীনতা সংগ্রামের গান্ধীজির কোনো ভূমিকা নেই। বরং দেশ স্বাধীন হয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্য।” অজিত ডোভালের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন আশীষ।
এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।

