ডেস্ক রিপোর্টার, আগরতলা।।
আগামী বছর এডিসি নির্বাচন। পাহাড়ের ভোটকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে শাসক দল বিজেপি। শনিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কৃষ্ণনগর কুশাভাউ ভবনে অনুষ্ঠিত হয় এক ম্যারাথন বৈঠক। বৈঠকে ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য,দলের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, ভগবান দাস সহ প্রদেশ কমিটির অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, সামনেই লোক্যাল বডির নির্বাচন রয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা সহ দলের সাংগঠনিক বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে নেতাদের সঙ্গে।
এডিসি নির্বাচন কেন্দ্র করে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে শাসক বিজেপি আরো কিছুদিন আগেই এডিসি নির্বাচনের জন্য পাহাড়ে শুরু করেছে চাষাবাদ। খোদ মুখ্যমন্ত্রীর নেতৃত্বের পাহাড়ের বিভিন্ন জায়গাতে হয়েছে যোগদানসভা। বিজেপির বাদবাকি নেতারাও শুরু করেছে প্রচার। বসে নেই পাহাড়ের শাসক দল তিপ্রামথা। প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে পাহাড়ের লাল মাটিতে ধারাবাহিক ভাবে করছে সভা – মিছিল।

