চুরাইবাড়ি ডেস্ক, ২৭ জুলাই ।।
     কদমতলা পঞ্চায়েতের উদ্যোগে এবং ৫৪নম্বর কদমতলা-কুর্তি মন্ডলের ৩০ ও ৩২ নম্বর বুথের পরিচালনায় দিনব্যাপী এক গুচ্ছ কর্মসূচি পালিত হয় কদমতলায়। রবিবার সকাল নয়টায় প্রথমে প্রধানমন্ত্রীর ১২৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং ভারত মাতার প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সত্তরোর্ধ বৃদ্ধ ও বৃদ্ধাদের মধ্যে “বয়স্ক বন্দনা যোজনায়” পঞ্চায়েতের পক্ষে আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়।
তাছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত কয়েক শতাধিক পরিবারের মধ্যে আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। এরপর কার্গিল বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত এক সেনা জোয়ানকে সন্মাননা প্রদান করা হয়।সর্বোপরি ‘মা কি নাম এক পের’ অর্থাৎ অনুষ্ঠানের সর্বশেষে কদমতলা বাজারে বৃক্ষ রোপন করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এদিকে এদিনের এই এক গুচ্ছ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্না নাথ, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, জেলা পরিষদের সদস্যা মামনি রায়, পঞ্চায়েত প্রধান ভাবনা মালাকার সহ অন্যান্য নেতৃত্বরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *