ইতিমধ্যেই প্রবাসী কার্যকর্তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন। এ বছর বিজেপির টার্গেট ১২লক্ষ সদস্য।

ডেস্ক রিপোর্টার, ৫সেপ্টেম্বর।।
                  গোটা দেশের সঙ্গে রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান শুরু হয়েছে। এই কর্মসূচির রাজ্য ইনচার্জ করা হয়েছে বিধায়ক ভগবান দাসকে। তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। বিজেপির প্রদেশ নেতৃত্ব সদস্যতা অভিযান কর্মসূচিকে সফল করতে দশ জেলায়( সাংগঠনিক) একজন করে প্রবাসী কারজকর্তা থাকেন। বিজেপির দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর জেলার প্রবাসী কার্যকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রদেশের সহ-সভাপতি তাপস ভট্টাচার্য।

।।বিজ্ঞাপন।।

আরো খবর পড়ুন

https://janatarmashal.com/india-imposed-the-current-national-anthem-of-bangladesh-on-bangladesh-news-71-azmi-bangladesh-is-spreading-lies-against-india-tripura-india/

ঊনকোটি জেলার প্রবাসী কার্যকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে স্বদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদারকে। ধলাই জেলাতে প্রবাসী কার্যকর্তার দায়িত্বে থাকবেন টুটন দাস (চেয়ারম্যান), গোমতী জেলায় প্রবাসী কার্যকর্তা হয়ে যাবেন প্রদেশ বিজেপির যুগ্ম কোষাধ্যক্ষ এমকে নাথ। কয় জেলার প্রবাসী কার্যকর্তার দায়িত্ব পেয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রশান্ত ভট্টাচার্য।

।।জেলা ভিত্তিক প্রবাসী কার্যকর্তার নামের তালিকা।।

আরও খবর পড়ুন

https://x.com/janatarmashal24/status/1829797254716162424?t=ilq6mE1svyGUdDXiwgVcXQ&s=19

সিপাহীজলা (উত্তর)- র প্রবাসী কার্যকর্তার দায়িত্ব সামলাবেন রাজ্য কমিটির সদস্য অভিজিৎ মল্লিক। সিপাহীজলা (দক্ষিণ) – র প্রবাসী কার্যকর্তার দায়িত্বে আছেন অভিজিত দেব (চেয়ারম্যান)। দক্ষিণ জেলার (পিলাক) প্রবাসী কার্যকর্তার দায়িত্ব পেয়েছেন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। সদর (গ্রামীণ) জেলার প্রবাসী কার্যকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন রাজ্য কমিটির সদস্য জওহর লাল সাহা। এবং সদর (শহর) জেলার প্রবাসী কার্যকর্তার দায়িত্ব পালন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক (সংগঠক) অমিত রক্ষিত।

।।বিজ্ঞাপন।।

ইতিমধ্যেই প্রবাসী কার্যকর্তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন এ বছর বিজেপির টার্গেট ১২লক্ষ সদস্য। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, তারা তাদের লক্ষ্য পূরণে সফল হবেন। তার জন্য দলের রাজ্য স্তর থেকে জেলা ও মন্ডল স্তর থেকে বুথ স্তর পর্যন্ত  নির্দিষ্ট রোড ম্যাপ তৈরি এগিয়ে চলছে ভাজপা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *