ডেস্ক রিপোর্টার,২৩ জুলাই
ওএনজিসি এমপ্লয়ি ইউনিয়ন অফ ত্রিপুরা পক্ষ থেকে রক্তদান শিবির আয়োজন করা হয় বুধবার। এই রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন বাধারঘাটের বিধানসভার বিধায়িকা মিনারানী সরকার। ও বিএমএস-র রাজ্য সম্পাদক নীলরতন সরকার। সংগঠনের অনেক কর্মীই এদিন স্বেচ্ছায় রক্তদান করেন । সমাজে রক্ত দানকে আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।
