প্রাক্তন বৈরীদের তিন দাবির মধ্যে ছিলো –
২৩ কোটি টাকার বোর্ড পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করতে হবে।  মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় থাকা পূর্বে অনুমোদিত রাবার চারা ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখতে হবে। এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল  মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তেলিয়ামুড়া ডেস্ক, ২২ ডিসেম্বর।।
           রাজ্যের আত্মসমর্পণকারী তিনটি প্রাক্তন বৈরী সংগঠন—জেএসি, জেএআরসি এবং ডিআরএমসি—ত্রিপুরা গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটি নামে একত্রিত হয়ে সোমবার সকাল ৬টা থেকে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে। 
তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে উপেক্ষিত তিনটি গুরুত্বপূর্ণ দাবি অবিলম্বে পূরণ করতে হবে, নইলে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

     প্রাক্তন বৈরীদের তিন দাবির মধ্যে ছিলো –
২৩ কোটি টাকার বোর্ড পুনর্বাসন প্যাকেজ অবিলম্বে পুনরায় চালু করতে হবে।  মুখ্যমন্ত্রী রাবার মিশনের আওতায় থাকা পূর্বে অনুমোদিত রাবার চারা ও বেড়া নির্মাণের বাজেট বহাল রাখতে হবে। এবং স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন গেরিলাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল  মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।এই দাবিগুলিকে সামনে রেখে ত্রিপুরার গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন সংগঠনের সদস্যরা।
            প্রাক্তন জঙ্গিদের জাতীয় সড়ক অবরোধের ফলে সৃষ্টি হয় তীব্র যান জট। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জিরানিয়ার মহকুমা শাসক অনিমেষ ধর সহ পুলিশ ও প্রশাসনের লোকজন। প্রাক্তন বৈরীদের এই সমস্ত দাবির কথা স্বীকার করেন এসডিএম অনিমেষ ধর।

     প্রাক্তন জঙ্গিদের পথ অবরোধের ফলে যানজট তৈরি হয় জাতীয় সড়কে। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তারা পথ অবরোধ প্রত্যাহার করে এরপর এই রুটে স্বাভাবিক হয় যান চলাচল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *