কৈলাসহর ডেস্ক, ১৯ সেপ্টেম্বর।।
কৈলাসহরের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী মাগুরউলিতে বিএসএফের গুলিতে আহত এক যুবক। তার নাম নুরুল ইসলাম (২৮)। বাড়ি মাগুরউলি ৩ নম্বর ওয়ার্ডে। ঘটনা শুক্রবার সকালে। এই ঘটনা কেন্দ্র করে তপ্ত গোটা সীমান্ত এলাকা।
আহত যুবকের পরিবারের সদস্যদের দাবি, এদিন সকাল আনুমানিক ৭টা নাগাদ বিএসএফ হঠাৎ করেই তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে। এবং বিনা প্ররোচনাতে গুলি চালায়। বিএসএফের ছোঁড়া বুলেটে আহত হয় নুরুল ইসলাম। তার পায়ে বুলেটের আঘাত লাগে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসে ঊনকোটি জেলা হাসপাতালে।
হাসপতালের চিকিৎসক অরুপ চক্রবর্তী বলেন—“আজ সকাল আটটা নাগাদ নুরুল ইসলাম নামে এক আহত যুবককে আনা হয়। পায়ে গুলি লাগার কারণে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে।
নরুলের পরিবারের অভিযোগ, হাসপাতালে রেফার করার পরও সরকারী অ্যাম্বুলেন্স পৌঁছাতে যথেষ্ট সময় লাগে। এর ফলে নুরুল ইসলামের শারীরিক অবস্থা আরও অবনতি হয়।
বিএসএফ কর্তৃপক্ষের দাবি, নুরুল ইসলাম ওরফে রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সাথে যুক্ত ছিল। ঘটনার দিন সকালেও মোবাইলে ভিডিও ধারণ করে এক বিএসএফ জওয়ানকে বারবার চ্যালেঞ্জ জানায় । অশালীন আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ।এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
