ডেস্ক রিপোর্টার ,২৬ অক্টোবর।।
শনিবার সাত সকালে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে আমবাসা সাড়ে চার মাইল সংলগ্ন এলাকায়। একটি পণ্য বাহি বোরেলো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তা সংলগ্ন একটি জলাশয়ে। বোরেলো গাড়িতে পণ্যের পরিবর্তে ছিলো প্রচুর লোকজন। তাদের গন্তব্য স্থান ছিলো আম বাসার সাপ্তাহিক হাট বাজার। কিন্তু সাড়ে চার মাইল এলাকায় ঘটে বিপত্তি। গাড়িতে থাকা যাত্রীদের যাওয়া হয় নি হাট বাজারে।পরিবর্তে তাদেরকে যেতে হয়েছে হাসপাতালে। মোট আহতের সংখ্যা ১৩ জন।তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্খা জনক।জানিয়েছেন ঘটনাস্থলে থাকা দমকল কর্মীরা।
গাড়িটি জলাশয়ে উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ শুনে ছুটে আসে আশপাশ এলাকার লোকজন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানেই তাদের চলছে চিকিৎসা।

