ডেস্ক রিপোর্টার, ২২ ফেব্রুয়ারি।।
হত্যাকাণ্ডের সাত বছর পর গ্রেফতার অভিযুক্ত। তার নাম হোসেন আহমেদ। বাড়ি অসমের রাতা বাড়ি। শনিবার সকালে তাকে রাজধানী থেকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। এদিনই তাকে আদালতে সোপর্দ করে তদন্তকারী পুলিশ ।জানিয়েছেন থানার ওসি প্রাজ্জীত মালাকার।
এনসিসি থানার ওসির বক্তব্য, ২০১৮ সালের জুলাই মাসে এনসিসি থানা এলাকায় ভোলাগিরি পল্লীতে খুন হয়েছিলেন রাজমিস্ত্রি রেজাউল হোসেন লস্কর। ভাড়া ঘরের মধ্যেই তাকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। এই ঘরেই রেজাউল হোসেন লস্করের সঙ্গে থাকতো তার সহযোগী হোসেন আহমেদ।মূলত ঘটনায় রাতে রেজাউলের সঙ্গে ঝামেলা হয়েছিল হোসেনের। এই ঝামেলার সূত্র ধরেই হোসেন আহমেদ তার “বস” রেজাউল হোসেনকে খুন করে।এবং রাতেই পালিয়ে যায়।

তদন্তকারী পুলিশ অভিযুক্ত হোসেন আহমেদকে গ্রেফতারের জন্য অসমের রাতাবাড়ি স্থিত তার বাড়িতেও অভিযান চালিয়েছিল কিন্তু তাকে পাওয়া যায়নি। শুক্রবার রাতে হোসেন আহমেদ আগরতলায় আসে কাজের উদ্দেশ্যে। আগে থেকেই তার গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। শেষ পর্যন্ত প্রযুক্তিকে কাজে লাগিয়ে শনিবার সকালে এনসিসি থানার পুলিশ হোসেন আহমেদকে গ্রেফতার করে।