ডেস্ক রিপোর্টার, ২৬ জুলাই।।
রাজধানীর প্রাচ্য ভারতী স্কুল লাগোয়া এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে পূর্ব থানার পুলিশ ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।গ্রেফতার করে মাদক কারবারের দুই চাইকে। ধৃতরা হলো মিঠু মজুমদার ও আকাশ মিয়া।তাদের কাছ থেকে ১.৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। সঙ্গে ইয়াবা ট্যাবলেটের প্যাকেট। এই তথ্য নিশ্চিত করেছেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ।
ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, প্রাপ্ত খবরের ভিত্তিতে শনিবার দুপুরে তারা প্রাচ্য ভারতী স্কুল সংলগ্ন মিঠু মজুমদারের বাড়িতে অভিযান চালায়। তখনই উদ্ধার করা হয় মাদক সামগ্রীর। এই সময় মিঠু মজুমদারের ঘরেই ছিল আকাশ মিয়া। পুলিশ তাদের কাছ থেকে একটি স্কুটি ও মোবাইল সেট সহ ১১০০ টাকা উদ্ধার করে।
