২০২১ সালের ৩ এপ্রিল ছত্তিশগড়ের এক রক্তক্ষয়ী মাওবাদী বিরোধী অপারেশনে বীরত্বের সাথে লড়াই চালিয়ে তিনি দেশের জন্য শহীদ হন।

ধর্মনগর ডেস্ক, ২৪ জানুয়ারি।।
     দেশমাতৃকার সেবায় আত্মবলিদান দেওয়া বীর সন্তানকে যথাযোগ্য মর্যাদায় অমর করে রাখতে বিশেষ উদ্যোগ নিল সিআরপিএফ। শনিবার সকালে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় বীর শহীদ সিআরপিএফ জওয়ান শম্ভু রায়ের স্মৃতিতে একটি আবক্ষ মূর্তি স্থাপন ও উন্মোচন করা হয়। ১৪০ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের এই উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। এদিন সকাল  সাড়ে এগারোটা নাগাদ চন্দ্রপুর এলাকার আপনজন ক্লাবের পাশে এই মূর্তির আবরণ উন্মোচন করা হয়।  অত্যন্ত মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শহীদ জওয়ানকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনী চন্দন, উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, সিআরপিএফ-র ডিআইজি যতীন্দ্র  কুমার রাজপুত এবং ১৪০ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুন্না সিং। এছাড়াও সিআরপিএফ-এর বিভিন্ন পদমর্যাদার আধিকারিক ও জওয়ানরা উপস্থিত ছিলেন।
    প্রসঙ্গত , ১৯৯০ সালের ১৮ জুন জন্ম গ্রহণ করা শম্ভু রায় ছিলেন সিআরপিএফ-র এলিট ফোর্স ২১০ কোবরা (CoBRA) ব্যাটেলিয়ানের একজন অত্যন্ত সাহসী জওয়ান। মাত্র ২৫ বছর বয়সে তিনি বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ সময় ছত্তিশগড়ের মতো প্রতিকূল এলাকায় মাওবাদী দমন অভিযানে তিনি  সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ২০২১ সালের ৩ এপ্রিল ছত্তিশগড়ের এক রক্তক্ষয়ী মাওবাদী বিরোধী অপারেশনে বীরত্বের সাথে লড়াই চালিয়ে তিনি দেশের জন্য শহীদ হন। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শহীদ শম্ভু রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা তাঁদের ভাষণে বলেন, শম্ভু রায়ের এই সর্বোচ্চ আত্মত্যাগ দেশের নিরাপত্তা রক্ষায় জওয়ানদের অদম্য মানসিকতার পরিচয় দেয়। তাঁর অসীম সাহস এবং দেশপ্রেম আগামীর তরুণ প্রজন্মকে দেশসেবায় অনুপ্রাণিত করবে। এই স্মৃতি মূর্তিটি এলাকাবাসীর কাছে চিরকাল বীরত্বের প্রতীক হিসেবে গণ্য হবে।বীর শহীদ শম্ভু রায় অমর রহে— এই শ্লোগানের মধ্য দিয়েই আজকের এই মহতী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *