সম্ভাব্যদের মধ্যে এক – দুইজনকে বাদ দিলে বাদবাকিরা নিজেদের মতো করে ঘনিষ্ঠ মহলে প্রচার করতে শুরু করেছে। তারা প্রত্যেকেই নাকি সভাপতি হয়ে যাচ্ছেন। তা, শুধু সময়ের অপেক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা – নেত্রীদের অনুগামীরা প্রচার শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, অনুগামীরা সংশ্লিষ্ট নেতাদের প্রচারের জন্য ব্যবস্থা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের। নেতাদের রাজনৈতিক ক্যারিয়ার ও সততার সার্টিফিকেট নিয়ে অনুগামীরা ঘুরছে সংবাদ মাধ্যমের দরজায় দরজায়।শুধু, মাত্র একটি খবর করে দেওয়ার জন্য।
ডেস্ক রিপোর্টার, ২৮ জুন।।
প্রদেশ বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে রবিবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় টিম। নির্বাচনের মূল দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী জোরাম উরাম। সঙ্গে আসছেন সম্বিত পাত্রা, প্রভারী রাজদীপ রায়।ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছেন সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু।তাদের উপস্থিতিতেই হবে সভাপতি নির্বাচন।
প্রদেশ বিজেপির খবর অনুযায়ী, রবিবাসরীয় দিনেই ঘোষণা হতে পারে প্রদেশ সভাপতি নির্বাচন। সভাপতির সম্ভাব্য দৌঁড়ে রয়েছেন বিজেপির বেশ কয়েকজন নেতা – নেত্রী। তাদের। মধ্যে আছেন মন্ত্রী টিংকু রায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির দুই সাধারণ সম্পাদক অমিত রক্ষিত ও ভগবান দাস। পিছিয়ে নেই প্রদেশ বিজেপির দুই সহ – সভাপতি তাপস ভট্টাচার্য ও পাপিয়া দত্ত। কিন্তু কে হবেন সভাপতি? এখনো খোলসা করে নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে কেন্দ্রীয় টিমের হাতে থাকা চিরকুটে রয়েছে নতুন সভাপতির নাম।
সম্ভাব্যদের মধ্যে এক – দুইজনকে বাদ দিলে বাদবাকিরা নিজেদের মতো করে ঘনিষ্ঠ মহলে প্রচার করতে শুরু করেছে। তারা প্রত্যেকেই নাকি সভাপতি হয়ে যাচ্ছেন। তা, শুধু সময়ের অপেক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা – নেত্রীদের অনুগামীরা প্রচার শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, অনুগামীরা সংশ্লিষ্ট নেতাদের প্রচারের জন্য ব্যবস্থা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের। নেতাদের রাজনৈতিক ক্যারিয়ার ও সততার সার্টিফিকেট নিয়ে অনুগামীরা ঘুরছে সংবাদ মাধ্যমের দরজায় দরজায়।শুধু, মাত্র একটি খবর করে দেওয়ার জন্য।
শুধু তাই নয়, সভাপতি দৌড়ে থাকা নেতা-নেত্রীরা তাদের দিল্লিতে থাকা হট লাইনকেও কাজে লাগানোর সমস্ত প্রচেষ্টা করছেন। অর্থাৎ সভাপতির চেয়ার দখলের জন্য সম্ভাব্য প্রার্থীরা তাদের সর্বস্ব শক্তি প্রয়োগ করে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।