ডেস্ক রিপোর্টার,১৯ মার্চ।।
ঊষাবাজারের দূর্গা প্রসন্ন হত্যা মামলার তিন অভিযুক্ত এখনো বুক ফুলিয়ে ঘুরছে গুয়াহাটি পল্টন বাজারে।অথচ রাজ্য পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না। তদন্তকারী পুলিশের দাবী, “তারা এখনো পলাতক”। এই চার অভিযুক্ত হলো দেবব্রত বর্মন।সে হলো দূর্গা প্রসন্ন ওরফে ভিকি হত্যা মামলার মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই। তার সঙ্গে রয়েছে অপর তিন অভিযুক্ত বিমান দাস, প্রভাকর ঘোষ ও সুকান্ত গুপ্ত। আগরতলা পুলিশের দাবী, এই চার অভিযুক্ত এখনো পুলিশের রাডারের বাইরে।
খবর অনুযায়ী, চার অভিযুক্ত দেবব্রত, বিমান দাস,সুকান্ত ও প্রভাকর এই মুহূর্তে গুয়াহাটির পল্টন বাজারে একটি ফ্ল্যাটে অবস্থান করে আছে। হোলির দিনে তারা ফ্ল্যাটে নানান রঙে রাঙ্গায়িত হয়েছে। ঊষা বাজার অঞ্চলের কয়েকজন লোকের সাথে তাদের সাক্ষাতও হয়েছে। হোলির রাতে স্থানীয় একটি “বারে” তারা পান করেছে আকন্ঠ লাল জল। ঊষা বাজারে কিভাবে পুনরায় ফিরে আসা যায়?গুয়াহাটিতে বসে তারই ব্লু প্রিন্ট তৈরি করছে তারা।

দূর্গা প্রসন্ন ওরফে ভিকির সাগরেদরাই এখন সামাল দিচ্ছে ঊষা বাজারের সিপিডব্লিউডি নিগোসিয়েশনের কাজকর্ম।
সূত্রের খবর মোতাবেক, দূর্গা প্রসন্ন ওরফে ভিকির সাগরেদরাই এখন সামাল দিচ্ছে ঊষা বাজারের সিপিডব্লিউডি নিগোসিয়েশনের কাজকর্ম। এই গ্রুপের সদস্যদের সঙ্গে পুনরায় সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছে রাজু বাহিনীর লোকজন। অর্থাৎ ভিকির লোকজন এখন রাজু বাহিনীর অবশিষ্ট লোকজনের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে। এই কারণেই রাজুর অন্যতম সাগরেদ দেবব্রত, বিমান ,সুকান্ত ও প্রভাকর আলোচনা চালিয়ে যাচ্ছে বর্তমান মুখিয়া চন্দনের সঙ্গে। অর্থাৎ ভিকির হত্যাকারীদের সঙ্গে তার একসময়ের ছায়া সঙ্গীরাও হাতে হাত মিলিয়ে নিজেদের অপ্রতিদ্বন্দ্বী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মামলার মূল রাজু বর্মন রাজু বর্মন গ্রেফতার হওয়াতে বাদবাকিরা অনেকটাই ” ফ্রী জোন” পেয়ে গিয়েছে।
ঊষা বাজারের খবর অনুযায়ী, এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে পুলিশ গুয়াহাটিতে অবস্থানরত ভিকির চার হত্যাকারীকে গ্রেফতার করছে না। মামলার মূল রাজু বর্মন রাজু বর্মন গ্রেফতার হওয়াতে বাদবাকিরা অনেকটাই ” ফ্রী জোন” পেয়ে গিয়েছে। তারা ধীরে ধীরে এখন আগরতলামুখী হতে চাইছে।এই কারণেই বাড়ির কোণে অবস্থান নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।