ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বন্যা প্লাবিত ত্রিপুরাকে ৪০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম এই খবর নিশ্চিত করেছেন।
।।ত্রাণ শিবিরে শিশুর সঙ্গে মুখ্যমন্ত্রীর খুনসুঁটি।।
মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য আমার হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত ও ব্যাথিত। আমরা সময়মত ত্রাণ এবং সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে নিবিড় সমন্বয়ে কাজ করছি।”
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিলোনীয়ায় হেলিকপ্টার অবতরণ সম্ভবপর হয় নি। তাই সেখানে ক্ষতিগ্রস্ত জনগনের সাথে তিনি দেখা করতে পারিনি। তবে, মুখ্যমন্ত্রী বিলোনিয়ার জনগণকে আশ্বস্ত করেছেন, তিনি অতিশীঘ্রই তাদের সাথে দেখা করবেন।
।।বিজ্ঞাপন।।
ডেস্ক রিপোর্টার,২৩আগস্ট।। রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গোমতী ও দক্ষিণ জেলা সফরে বেড়িয়েছেন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা। তিনি বায়ু সেনার হেলিকাপ্টারে করে প্রদক্ষিণ করছেন সংশ্লিষ্ট জেলাগুলি। মুখ্যমন্ত্রী পরিদর্শন করেছেন বন্যা প্লাবিত অঞ্চল গুলি। তিনি গিয়েছেন ত্রাণ শিবির গুলিতে। কথা বলেছেন শিবিরে থাকা লোকজনের সঙ্গে।আকাশপথে শান্তিরবাজার, বিলোনীয়া, মাতাবাড়ি, মেলাঘর, চড়িলাম, বিশালগড় সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।কিছু স্থানে পৌঁছে সরজমিনে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন।
।।হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী।।
মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য আমার হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত ও ব্যাথিত। আমরা সময়মত ত্রাণ এবং সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের সাথে নিবিড় সমন্বয়ে কাজ করছি।”
।।বিজ্ঞাপন।।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিলোনীয়ায় হেলিকপ্টার অবতরণ সম্ভবপর হয় নি। তাই সেখানে ক্ষতিগ্রস্ত জনগনের সাথে তিনি দেখা করতে পারিনি। তবে, মুখ্যমন্ত্রী বিলোনিয়ার জনগণকে আশ্বস্ত করেছেন, তিনি অতিশীঘ্রই তাদের সাথে দেখা করবেন। পাশাপাশি,জেলা শাসককে নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে ।
।।নৌকা দিয়ে বন্যা প্লাবিত অঞ্চল পরিদর্শনে মুখ্যমন্ত্রী।।
ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার বন্যা প্লাবিত ত্রিপুরাকে ৪০ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম এই খবর নিশ্চিত করেছেন।
।।কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা।
রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য কেন্দ্র অতিরিক্ত ১১টি এনডিআরএফ বাহিনী পাঠিয়েছে। পাঠিয়েছে তিন কলাম সেনাবাহিনী। এবং বায়ুসেনার ৪টি হেলিকপ্টার।
।।ত্রাণ শিবিরের রান্না ঘরে মুখ্যমন্ত্রী।।
রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহাও তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ত্রাণের বিষয়টি তুলে ধরেন।