ডেস্ক রিপোর্টার, ২০ মার্চ।।

          ” দুর্নীতির মহা কুম্ভ ত্রিপুরা”- বক্তা রাজ্য সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। বৃহস্পতিবার রাজধানীতে বামেদের এক সভায় তিনি একথা বলেছেন। এদিন সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হয় মিছিল ও সভা। মেলার মাঠে ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে শুরু হয় মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি জড়ো হয় শকুন্তলা রোডে। এখানেই হয় বামেদের সভা। এই সভাতেই রাজ্যের শাসক দল বিজেপিকে তীব্র আক্রমণ করে বাম নেতৃত্ব।

   সভায় বক্তব্য রাখেন সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমাতে চলছে কমিশন বাণিজ্য।কমিশন দিলেই সব পাওয়া যায়। রাজ্য জুড়ে এই তোলা বাণিজ্য চলছে দীর্ঘদিন ধরেই।চুটিয়ে চলছে মাদক বাণিজ্য। এই ব্যবসার সঙ্গে জড়িত খোদ শাসক দলের লোকজন। রতন দাস বলেন, এই মুহূর্তে ত্রিপুরা হলো দুর্নীতির মহা কুম্ভ। তার জন্য দায়ী খোদ মুখ্যমন্ত্রী।  সিপিআইএম নেতা  রতন দাসের ব্যাখা, রাজ্যের অধিকাংশ দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে। এই সমস্ত দপ্তরে চলছে দুর্নীতি। তার দায় এড়াতে পারবেন না ডাঃ মানিক সাহা।  বাম নেতা রতন দাসের আক্রমণের ফলায় ছিলো শাসক জোটের দুই শরিক তিপ্রামথা – আইপিএফটি।এদিনের বামেদের মিছিল ও সভায় দলের কর্মী সমর্থকের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। 

#tripura #politics #cpim Bjp# tmp #jm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *