ডেস্ক রিপোর্টার, ১৫ মার্চ।।
‘মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার ‘ সুবিধা পেলো রাজ্যের ১৪০ জন মেধাবী ছাত্রী। এই প্রকল্পের মাধ্যমে মেধাবী ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো স্কুটি।শুক্রবার শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রীদের হাতে স্কুটি তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। মূলত উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের মধ্যেই হয়েছে দেওয়া হয়েছে স্কুটি।
মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “গুনগত শিক্ষা আহরণে মেধাবী কন্যা সন্তানদের জন্য দুরত্ব যেনো কখনোই বাধা না হয়ে দাঁড়ায়, তার জন্যই সরকারের এই উদ্যোগ। ” রাজ্য সরকারের এই উদ্যোগ অন্যান্য ছাত্রীদেরকেও পরীক্ষায় ভাল ফলাফল করতে অনুপ্রেরণা যোগাবে। নিঃসন্দেহে রাজ্য সরকারের এই প্রসংশার দাবি রাখে।
