ডেস্ক রিপোর্টার,১৩ জুলাই।।
পৌরাণিক মতে দক্ষকন্যা ও শিবজায়া মা সতীর খন্ডিত দেহাবশেষ পড়েছিলো ভারতীয় উপমহাদেশের ৫১টি স্থানে, যার ফলে সৃষ্টি হয় ৫১ পবিত্র শক্তি পীঠ।বিশ্ব পর্যটন মানচিত্রে ত্রিপুরায় এক নতুন মাত্রা যোগ করতে এবার ৫১ শক্তিপীঠের অন্যতম মা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদধন্য মাতাবাড়ি বিধানসভার বনদুয়ারে গড়ে উঠবে ৫১ শক্তিপীঠ পার্ক। রবিবার ৫১ পিঠের ভূমি পূজন করেন মুখ্যমন্ত্রী। ডাঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, প্রায় ৯৭. ৭০ কোটি টাকা ব্যয়সাপেক্ষ এই প্রকল্প তৈরি করা হবে।থাকবে ৫১ টি শক্তিপীঠের প্রতিরুপ, রাজ্যের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ, সর্ববৃহৎ নটরাজ মূর্তি, ৪০০ আসন সম্বলিত অ্যাম্পিথিয়েটার সহ অত্যাধুনিক পর্যটনবান্ধব সকল সুবিধা।এই অনুষ্ঠানে ত্রিপুরা পর্যটন বিভাগের নতুন লোগো উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও অর্থমন্ত্রী
প্রণজিত সিংহ রায়, বিধায়ক রামপদ জমাতিয়া।