ডেস্ক রিপোর্টার, ১১ জানুয়ারি।।
উওর জেলা সফরে গিয়ে ত্রিপুরা-আসাম সীমান্তে অবস্থিত চুড়াইবাড়ি চেক পোস্ট পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি পরিদর্শন করেন চুড়াই বাড়ি থানা। কথা বলেন, থানায় কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে।এরপর মুখ্যমন্ত্রী ধর্মনগরের পাথর ভাঙার স্থান ও আইওসিএল ডিপো পরিদর্শন করেন ।এই সংক্রান্ত ছবি মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। তিনি লিখেন, ” আমাদের রাজ্যের এই গুরুত্বপূর্ণ প্রবেশপথের মাঠ পর্যায়ের ব্যবস্থা এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে পর্যালোচনা করেছি।” মুখ্যমন্ত্রীর এই সফর কালে তাঁর সঙ্গে ছিলেন জেলার সমস্ত পদস্থ অধিকারীরা।

