জ্যকসন গেট ইস্যুতে মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেন কমিউনিস্টদের।মুখ্যমন্ত্রীর বক্তব্য, ১৯৮১ সালে কমিউনিস্ট মুখ্যমন্ত্রী নৃপেণ চক্রবর্তীর জামানায় জ্যকসন গেট ভেঙে দেওয়া হয়েছিলো।

ডেস্ক রিপোর্টার ,৩০ ডিসেম্বর।।
          তিলোত্তমা আগরতলায় পুন: নির্মাণ হবে ঐতিহাসিক জ্যাকসন গেট। বেশ কিছুদিন আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। মঙ্গলবার জ্যাকসন গেটের প্রস্তাবিত নির্মাণস্থল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
    মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রাজ পরিবারের সঙ্গে পাশ্চাত্য’র সম্পর্কে ঐতিহাসিক নিদর্শন জ্যাকসন গেট। ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন ছিলেন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রভিন্সের গভর্নর। ১৯২৭ সালের রাজ্যের শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের রাজ্য অভিষেকের সময় আগরতলায় তৈরী করা হয়েছিল জ্যাকসন গেট। ১৯২৯ সালে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের প্রথম রাজদরবার বসে। তখনই রাজ্যে এসেছিলেন তৎকালীন বেঙ্গল প্রভিন্সের গভর্নর ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন। এই গেট নির্মাণ করেছিলেন শ্রীনিবাস সাহা নামে একজন ঠিকাদার।

ঐতিহাসিক জ্যাকসন গেট।

জ্যকসন গেট ইস্যুতে মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেন কমিউনিস্টদের।মুখ্যমন্ত্রীর বক্তব্য, ১৯৮১ সালে কমিউনিস্ট মুখ্যমন্ত্রী নৃপেণ চক্রবর্তীর জামানায় জ্যকসন গেট ভেঙে দেওয়া হয়েছিলো।
       রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে কটাক্ষ করে বর্তমান মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি জনশিক্ষা সমিতির অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্য আমি শুনেছি। তিনি বলছেন, রাজ্যের রাজা – মহারাজারা শিক্ষার জন্য কিছুই করে নি। অথচ মহারাজারা অনেক কিছু করেছেন।

।ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন।

মুখ্যমন্ত্রী মানিক সাহার দাবি, ত্রিপুরার রাজা – মহারাজাদের সমস্ত ঐতিহ্য তুলে ধরেছে ভারতীয় জনতা পার্টি। নানান ভাবে ভাজপা সরকার সন্মান দিয়েছে রাজ পরিবারকে। জ্যকশন গেটের পুন: নির্মাণ এটার একটা জ্বলন্ত দৃষ্টান্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *