ডেস্ক রিপোর্টার, ১নভেম্বর।।
সিপিআই থেকে তিপ্রামথা।তারপর কংগ্রেস। সর্বশেষ সংযোজন রাষ্ট্রীয় লোক দল। ধারাবাহিক ভাবে একের পর এক রাজনৈতিক দল পালটেই চলছেন রাজ্যের বর্ষীয়ান রাজনীতিক তথা প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং।
রাজ্যের বাম জামানার দীর্ঘ দিনের মন্ত্রী ছিলেন মনীন্দ্র রিয়াং। সিপিআইএমের শরিক সিপিআই- র প্রতীকে তিনি লড়াই করতেন নির্বাচনে। তাঁর নির্বাচনী ক্ষেত্র ছিল শান্তির বাজার।২০১৮ সালে বিজেপির তরুণ প্রার্থী প্রমোদ রিয়াংয়ের কাছে হেরে গিয়েছিলেন মনীন্দ্র রিয়াং।
১৮ – নির্বাচনে পরাজয়ের পর মনীন্দ্র রিয়াং বিভ্রান্ত হয়ে যান। হঠাৎ করে তিনি প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথাতে যোগ দেন। সেখানে সংসার বেশি দিন স্থায়ী হয় নি।এরপর তিনি সংসার পাতেন কংগ্রেসের সঙ্গে। তাঁর এই সংসারও টেক সই হয় নি । শেষ পর্যন্ত তিনি রাজনীতি করার জন্য বেছে নিলেন সর্ব ভারতীয় বিজেপির শরিক দল রাষ্ট্রীয় লোক দল অর্থাৎ আর এল ডি। এই দলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মনীন্দ্র রিয়াংয়ের মুখে সিপিআই বা সিপিআইএম, এমনকি তিপ্রামথা নিয়েও কোনো কথা শোনা যায় নি। তবে তিনি কংগ্রেস নিয়ে নিজের হতাশার সুর ব্যক্ত করেছেন।
মনীন্দ্র রিয়াং বলেন, তিনি এখন রাষ্ট্রীয় লোক দলের হয়ে কাজ করবেন রাজ্যের মানুষের স্বার্থে। তাঁর দলে জাতি – জনজাতি নিয়ে থাকবে না কোনো ভেদাভেদ। মূলত পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে কাজ করবেন তিনি।

