ডেস্ক রিপোর্টার, ২৮ ডিসেম্বর।।
রাজ্যে ঘটা করে পালিত হলো জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। রবিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস ভবনের সামনে কংগ্রেস নেতৃত্বের প্রতিকৃতিতে মাল্যদান করেন। এবং উত্তোলন করেন দলীয় পতাকা। এরপর কংগ্রেস নেতারা গান্ধী বেদীতে এসে পুষ্পার্ঘ অর্পণ করেন।
প্রদেশ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কংগ্রেস বিধায়ক গোপল রায় বলেন, ” ভারত বর্ষের মূল রূপকার হলো কংগ্রেস। কংগ্রেসের হাত ধরেই গোটা দেশে উন্নয়ন হয়েছে। তাই মানুষ পুনরায় এদেশের ক্ষমতায় ফিরে আসবে কংগ্রেস।”
এদিন কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কংগ্রেস ভবনে দলীয় কর্মী – সমর্থকদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।

