ডেস্ক রিপোর্টার ,১৭ সেপ্টেম্বর।।
ত্রিপুরাতে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।এখানে জাতি – জনজাতি উভয় অংশের মানুষ এক সঙ্গে বসবাস করে। ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না। বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে খয়েরপুর চৌদ্দ দেবতার মন্দিরে পুজো দিতে এসে একথা বলেছেন তিনি।
এদিন সাংসদ বিপ্লব কুমার দেব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু কামনা করে চৌদ্দ দেবতার মন্দিরে পুজো দিয়েছে। তিনি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতবর্ষকে শক্তিশালী ভারত হিসাবে ব্যাখা দিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী। তিনি যাবেন উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে। জনিয়েছেন বিপ্লব কুমার দেব।
