ডেস্ক রিপোর্টার,২৩ অক্টোবর।।
শেষ পর্যন্ত জিরানিয়া রেলের ওয়াগনারে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার কাণ্ডে তদন্তে নামলো পুলিশ। বৃহস্পতিবার ক্রাইম ব্রাঞ্চে এন্টি নারকোটিক্স বিভাগের এএসপির নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। এদিন তদন্তকারী পুলিশ অভিযান চালায় শহরের ধলেশ্বর দেবেন্দ্র রোডের বাসিন্দা অরুন ঘোষের বাড়িতে। তিনি একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। ‘ঘোষ লজিস্টিক’ নামক ট্রান্সপোর্ট সংস্থার নামে রেলের ওয়াগনার বুকিং করা হয়েছিলো উদ্ধারকৃত “এসকফ”- র চালান। অরুণ ঘোষই এই ট্রান্সপোর্টের মালিক। পুলিশ তদন্তে নেমে অরুন ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু নথি পত্র উদ্ধার করে।এবং সিজ করে নিয়ে যায়।জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিক।
এদিকে জিরানিয়া কান্ড নিয়ে গত কয়েকদিন ধরে টানা আন্দোলন শুরু করেছে বিরোধী দল সিপিআইএম। সাধারণ মানুষের মধ্যেও পুলিশ প্রশাসনের উপর বাড়ছিল অনাস্থা।স্বাভাবিক কারণেই পুলিশ মাঠতে বাধ্য হয়।

