ডেস্ক রিপোর্টার,২৮ নভেম্বর।।
মুহুরী নদীর চরে বালির নিচ থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। তার নাম জৈন চন্দ্র উচুই । বাড়ি রতনপুর এডিসি ভিলেজের শরৎ চন্দ্র উচুই পাড়াতে। বৃহস্পতিবার পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেয় হাসপাতাল মর্গে। তবে কেন,কিভাবে, কারা বালির নিচে এলো জৈন চন্দ্র উচাইয়ের মৃতদেহ? তদন্ত করছে পুলিশ।
শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা জানিয়েছেন, প্রাপ্ত খবরের ভিত্তিতে এদিন মুহুরী নদীর চরে ছুটে যান তারা। সেখানে গিয়ে বালির নিচে দেখেন মৃতদেহ। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন জৈন চন্দ্র উচুইয়ের মৃতদেহ সনাক্ত করেন। জরুরি তলবে ছুটে আসে ফরেনসিক টিম। এসডিপিও জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন জৈন চন্দ্র । ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলেই পুলিশের কাছে স্পষ্ট হবে ঘটনার মোডাস অপারেন্ডি।

