কুমারঘাট ডেস্ক,১৯ ফেব্রুয়ারি।।
লোন দেওয়ার নাম করে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে পুলিশ আটক করেছে এক যুবককে। তার নাম সহদেব দেববর্মা। ঘটনা কুমারঘাট এসি কমপ্লেক্স এলাকায়।
স্থানীয় লোকজনের বক্তব্য, সহদেব দেববর্মা দীর্ঘ দিন ধরেই মানুষের সঙ্গে প্রতারণার ফাঁদ পেতে বাকা পথে করছে কামাই।ফটিকরায়, শ্রীপুর, শান্তিরবাজার, কুমারঘাট, বেচছড়া এলাকার লোকজনকে লোন পাইয়ে দেওয়ার নাম করে সহদেব টাকা হাতিয়ে নিচ্ছে। সে লোকজনকে টাকাও ফেরত দিতে চাইছে না।

মঙ্গলবার কুমারঘাট এসি কমপ্লেক্স এলাকায় তাকে দেখতে পায় প্রতারিত মানুষ। সঙ্গে সঙ্গে আটক করে উত্তম – মাধ্যম দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত সহদেব দেববর্মাকে নিয়ে যায় থানায়।