কৈলাসহর ডেস্ক, ৫ অক্টোবর।।
সুদূর কেরালা থেকে বাইসাইকেল নিয়ে কৈলাসহরে আসলো এক যুবক। নাম আসকর। সে জানিয়েছে, বিগত ১৪ মাস পূর্বে বাইসাইকেল নিয়ে ভ্রমণে বের হয়। এরপর দেশের বিভিন্ন রাজ্য ভ্রমণ করে। এবং শেষে রাজ্যের মাটি স্পর্শ করে।
বাই সাইকেল দিয়ে গোটা ভারত ভ্রমণ করার স্বপ্ন ছিলো আসকরের। এখন তার স্বপ্ন সার্থক হয়েছে। আসকর কৈলাসহর থেকে সোজা চলে যায় ঊনকোটিতে। এরপর উত্তর জেলার ধর্মনগর হয়ে আসামে যাবে। সেখান থেকে রওয়ানা হবে অরুণাচল প্রদেশের উদ্দ্যেশ্যে। মূলত আসকর একজন “ডেলিভারি বয়”। তারপরও বাই সাইকেল করে দেশ ভ্রমণের স্বপ্নকে স্বার্থক করতে এক রাজ্য থেকে অপর রাজ্যে পাড়ি দিচ্ছে আসকর। তবে আর্থিক অনটন কখনও কখনও তার স্বপ্ন পূরণে অন্তরায় হয়ে দাঁড়ায়।
