পঞ্চায়েত অফিসার দুই দলের সমর্থন নিয়ে টস করেন। তখন টসে সিপিএম জয়ী হয়,আর এতেই শুরু হয় চরম সমস্যা। আভিযোগ,বিজেপির পঞ্চায়েত সদস্যরা টসে হেরে শুরু করে হট্টগোল।এতে করে প্রায় দুঘন্টা অপেক্ষা করতে হয় পঞ্চায়েত অফিসারকে।

চুরাইবাড়ি ডেস্ক, ১৬ জুন ।।
          অবশেষে দীর্ঘ টালবাহানা ও জল্পনা কল্পনার পর টসে জয়ী হয়ে কালা গাঙ্গের পাড় পঞ্চায়েতের দখল নিলো সিপিএম। উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কালাগাঙ্গের পাড় পঞ্চায়েতটি ছিল দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় । অর্থাৎ গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যথারীতি পঞ্চায়েতের তেরোটি আসনের মধ্যে সাতটি সিপিএম ও ছয়টিতে বিজেপি জয়ী হয়।পরে পঞ্চায়েত আইনানুযায়ী সিপিএম দল পঞ্চায়েত গঠন করে পরিচালনা শুরু করে। এরপর দীর্ঘ আট মাস পঞ্চায়েত পরিচালনার পর দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে সিপিএমের এক সদস্য দল ত্যাগ করায় পঞ্চায়েত বডি ভেঙ্গে যায়। এরপর থেকে দুমাস অভিবাবক হীন হয়ে পড়ে পঞ্চায়েতটি।অবশেষে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ছিল এই পঞ্চায়েতের ভোট গ্ৰহন প্রক্রিয়া। দুপুর বারোটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেন পঞ্চায়েত অফিসার হেলাল উদ্দিন এবং তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আরো দুজন কর্মী। যথারীতি দুদলের পক্ষেই ছয়টি করে ভোট পড়ে।


পরে পঞ্চায়েত অফিসার দুদলের সমর্থন নিয়ে টস করেন। তখন টসে সিপিএম জয়ী হয়,আর এতেই শুরু হয় চরম সমস্যা। আভিযোগ,বিজেপির পঞ্চায়েত সদস্যরা টসে হেরে শুরু করে হট্টগোল।এতে করে প্রায় দুঘন্টা অপেক্ষা করতে হয় পঞ্চায়েত অফিসারকে।পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধাকারিক ও কদমতলা থানার ওসির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সিপিএমকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করে। এবং সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।সিপিএম এর পক্ষে প্রধান নির্বাচিত হন মমতা বেগম ও উপপ্রধান নির্বাচিত হন আব্দুল বাছিত।এদিকে আইন শৃঙ্খলা অটুট রাখতে এদিনের এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ছিলো অত্যন্ত আঁটোসাঁটো। বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ছাড়াও মোতায়েন ছিলো কেন্দ্রীয় বাহিনী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *