ডেস্ক রিপোর্টার,১৪ অক্টোবর।।
এবার দেবালয়ে চুরির অভিযোগে আমতলী থানার পুলিশ গ্রেফতার করেছে পিছন মিয়া নামে এক যুবককে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি করে নিয়ে যাওয়া পূজা সামগ্রী। ঘটনা আমতলী থানার ওএনজিসির নেতাজি নগর এলাকার একটি মন্দিরে। শহরের চারিপাড়া এলাকার বাসিন্দা পিছন মিয়াকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এই তথ্য নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। শহর – শহরতলীতে নিয়মিত হঠাৎ করে চোর চক্রের পান্ডারা মাথা চাড়া দিয়ে উঠায় আতঙ্কের প্রহর গুনছে নগরের মানুষ।পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার করছে ঠিকই, কিন্তু পৌঁছতে পারছে না মূল রুটে। আর এই কারণেই নিয়মিত ভাবে পুলিশের ভয় উপেক্ষা করে চোর চক্রের পান্ডারা করছে হাত সাফাই।
