কৈলাসহর ডেস্ক, ১৩ জুলাই।।
মর্মান্তিক। বাড়ির পাশের পুকুরে জলে ডুবে মৃত্যু হলো এক চার বছরের কন্যা সন্তান। তার নাম খুশী বেগম। বাড়ি কৈলাসহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
কৈলাসহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশায় গাড়ি চালক জাকির হোসেন। তিনি প্রতিদিনের মতো শনিবার সকালে পেশার তাগিদে বাড়ি থেকে বের হয়ে যান। জাকিরের অনুপস্থিতিতে বাড়িতে জাকিরের চার বছরের শিশু কন্যার সঙ্গে ছিলেন জাকিরের স্ত্রী ও তার মা । এদিন দুপুর বেলায় হঠাৎ করে জাকিরের স্ত্রী মোবাইলে জাকিরকে জানান, তাদের আদরের খুশিকেখুঁজে পাওয়া যাচ্ছে না।
এই খবর শোনেই জাকির ও তার ভাই খুব দ্রুত বাড়িতে এসে চার বছরের শিশু কন্যাকে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। খুশিকে না পেয়ে তারা বাড়ির পাশের পুকুরের জলে নেমে খুঁজতে শুরু করে। পরবর্তী সময়ে পুকুরের জলের নীচ থেকে জাকিরের ভাই চার বছরের শিশু কন্যাকে উদ্ধার করেন । সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় ঊনকোটি জেলা হাসপাতালে।কর্তব্যরত চিকিৎসকরা চার বছরের শিশু কন্যাকে মৃত বলে ঘোষনা করেন। জাকির হোসেন জানান , গত তিন থেকে চার বছর পূর্বে জাকিরের আরো একজন তিন বছরের শিশু কন্যা বাড়ির পাশে থাকা একই পুকুরের জলে ডুবে মৃত্যু হয়েছিলো।
