কুমারঘাট ডেস্ক, ৩০ সেপ্টেম্বর।।
নেশার করাল গ্রাসে পড়ে মৃত্যু হলো এক যুবকের।তার নাম জ্যোতিষ দাস (৩০)। বাড়ি রতিবাড়ী এলাকায়।ঘটনা সপ্তমীর সন্ধ্যায়। পাবিয়াছড়া বাজার সংলগ্ন শৌচালয়ের পাশ থেকে জ্যোতিষের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল পার্শ্ববর্তী হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা তখন তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর অনুযায়ী, জ্যোতিষ দাস দীর্ঘদিন ধরেই নেশার করাল গ্রাসে ডুব দিয়েছিল। তাকে এই পরিস্থিতি থেকে ফেরানোর কোনো রাস্তা ছিলো না। শেষ পর্যন্ত যা হওয়ার, তাই হয়েছে। সপ্তমীর রাতে নেশা গ্রস্থ অবস্হায় পাবিয়াছড়া বাজার সংলগ্ন শৌচালয়ের পাশে পড়ে যায়।সেখান থেকেই জ্যোতিষ বিদায় নেয় না ফেরার দেশে।
