ডেস্ক রিপোর্টার,১৫ মার্চ।।
ছোট্ট একটি কুকুরকে হত্যা করার অভিযোগে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।তার নাম বদর জমাতিয়া। শনিবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। এই ঘটনার কথা স্বীকার করেছেন তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ।

সম্প্রতি বদর জমাতিয়া একটি কুকুরের বাচ্চাকে নৃশংস ভাবে হত্যা করে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।যুবকের নৃশংসতা দেখে সমাজ মাধ্যমে চমকে উঠে লোকজন।সবাই এই ঘটনার তীব্র নিন্দা করে। এই ঘটনা নজরে এসে তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোরের। তিনি একটি মামলাও দায়ের করেন।এরপর নড়েচড়ে বসে পুলিশ।এবং তাকে গ্রেফতার করে।