ডেস্ক রিপোর্টার,৩১ অক্টোবর।।
দেশের প্রথম উপ – প্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিন উপলক্ষ্যে রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয় রাজ্যে। শুক্রবার মূল অনুষ্ঠান হয় রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। উদ্যোক্তা রাজ্য ক্রীড়া দপ্তর। এদিন বিবেকানন্দ ময়দান থেকে একটি একতা দৌড় অনুষ্ঠিত হয়। একতা দৌড়ের আনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। ছিলেন,রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী রায়,মাই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুনীল দেওধর।একতা দৌড়ে বিভিন্ন বাহিনীর জওয়ানদের পাশাপাশি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বিবেকানন্দ ময়দান থেকে একতা দৌড় শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এবং উমাকান্ত একাডেমিতে এসে সমাপ্ত হয় এই একতা দৌড়। ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় তাঁর ভাষণে সর্দার বল্লভ ভাই প্যাটেলের কর্মজীবনের নানান তথ্য তুলে ধরেন।
এছাড়াও বক্তব্য রাখেন রাজীব ভট্টাচার্য, কল্যানী রায় ও সুনীল দেওধর।প্রত্যেকেই দেশের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেশের জন্য তাঁর অবদানের কথা তুলে ধরেন প্রসঙ্গত সর্দার বল্লভ ভাই প্যাটেল ১৮৫৭ সালের ৩১ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন।স্বাধীনতা-পরবর্তী সময়ে ভারতে দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেল মুখ্য ভূমিকা পালন করেছিলেন।

