ডেস্ক রিপোর্টার,১১ জানুয়ারি।।
মালিকের বাড়ি থেকে টাকা চুরির অভিযোগে গ্রেফতার কর্মচারী। উদ্ধার টাকা।অভিযুক্ত কর্মচারীর নাম অমল অধিকারী। তার বাড়ি বিশ্রামগঞ্জে। টাকা সমেত অমল অধিকারীকে শহরের বটতলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত টাকার পরিমাণ ৬ লক্ষ ৮০ হাজার টাকা। ঘটনা রবিবার দুপুরে।
পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ জানিয়েছেন, শহরের কৃষ্ণনগরের বাসিন্দা সুমিত দেবের বাড়ি থেকে ৭ লক্ষ ২০ হাজার টাকা চুরি হয়েছিল। এই মর্মে পশ্চিম আগরতলা থানায় তিনি মামলা দায়ের করেছিলেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে সুমিত দেবের কর্মচারী অমল অধিকারীকে সন্দেহ করে পুলিশ। সেই সন্দেহে বশে আটক করে। এবং তার কাছে থাকা ব্যাগে তল্লাশি করে পুলিশ উদ্ধার করে ৬ লক্ষ ৮০ হাজার টাকা। ধৃত অমল পুলিশের কাছে তার অপরাধ কবুল করে।
এএসপি ধ্রুব নাথের দাবি, সুমিত দাস তার একটি জায়গা ব্যাংকে বন্ধক দিয়ে সাত লক্ষ টাকা এনেছিলেন। এই টাকায় চুরি করে নিয়ে যায় তার কর্মচারী অমল অধিকারী।

