কৈলাসহর ডেস্ক, ২অক্টোবর।।
কন্যা সন্তান জন্ম নেওয়ায় ফুল ও বেলুন দিয়ে গাড়ি সাজিয়ে কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে যান বাবা ও পরিবারের সদস্যরা।এই অভিনব ঘটনা কৈলাসহরে। স্থানীয় ইরানি থানার অধীনে কালেরকান্দি এলাকার বাসিন্দা শাহেদ আলী বাদশার একমাত্র ছেলে সাদেক আলী সদ্য কন্যা সন্তানের পিতা হন। সাদেক আলীর পূর্বে তিনটি ছেলে রয়েছে। আবার তার পরিবার আলো করে সংসারে আসে নতুন অথিতি “কন্যা সন্তান”। আসামের মাকুন্দা হাসপাতালে গত দুদিন পূর্বে সাদেক আলীর স্ত্রী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।এই খবর পরিবারের লোক জানতে পেরে খুশিতে আত্মহারা হয়ে পড়েন । বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েকটি গাড়িতে ফুল এবং বেলুন সাজিয়ে র্যালি করে কন্যা সন্তানকে হাসপাতাল থেকে বরণ করে নিজ বাড়িতে নিয়ে আসে। পাশাপাশি বাজি ফুটিয়ে আনন্দে মেতে উঠে পরিবারের লোকেরা।
সদ্য জন্ম হওয়া কন্যা সন্তানের দাদু শাহেদ আলী বাদশা জানান, বর্তমানে কন্যা সন্তানকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। তাই কন্যা সন্তানকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নিয়েছে তার পরিবারের লোকজন।