ডেস্ক রিপোর্টার,১০ জুলাই।।
     অবৈধ অভিবাসী ইস্যুতে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ ত্রিপুরা উচ্চ আদালতে। রাজ্যের জনজাতি সম্প্রদায়ের দুই ব্যক্তি বিজয় দেববর্মা ও জন দেববর্মা গত ২৪ জুন এই সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের করেছিলেন। তারা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিলেন, অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে সরকার কি ভূমিকা পালন করছে।
        ত্রিপুরা হাইকোর্টে দুই জনজাতি ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হয় বৃহস্পতিবার। আদালত স্পষ্ট ভাবেই জানিয়ে দেয়, বিষয়টি যথেষ্ট স্পর্শ কাতর। দেশ ও রাজ্যের জন্য হুমকি। তারপরও অবৈধ অভিবাসীদের সনাক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠানোর ক্ষেত্রে সময়ের প্রয়োজন। রাজ্য সরকারকে এই সময় দিতে হবে।
         মামলাকারীদের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ” ত্রিপুরাকে করিডোর করে বাংলাদেশী ও রোহিঙ্গারা দেশের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। অনুপ্রবেশকারীদের আটকাতে রাজ্য সরকারের কি পদক্ষেপ? এই বিষয়ের উপর তার মক্কেলরা উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলো। কিন্তু আদালত জানিয়ে দেয়, অবৈধ অভিবাসীদের দেশে পাঠানোর জন্য চারটি পদক্ষেপের প্রয়োজন হয়। তার জন্য দরকার পরিকাঠামো। এই মুহূর্তে ত্রিপুরাতে নেই সংশ্লিষ্ট পরিকাঠাম। তার জন্য সরকারকে সময় দিতে হবে। এই কারণেই আদালত মামলাটি খারিজ করে দিয়েছে।”
     প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগামের ঘটনার পর ভারত সরকার দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশের সব রাজ্যেই এই সংক্রান্ত নোটিশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই নির্দেশ মোতাবেক ত্রিপুরাতেও কাজ শুরু করেছে পুলিশ ।বারবার একথা বলছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তারপরও কেন জন স্বার্থ মামলা? উঠছে প্রশ্ন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *