ডেস্ক রিপোর্টার,২২ জুলাই।।
বিশালগড়ে ইতিহাস সৃষ্টি করলো চোরের দল। মন্দির মসজিদ ও শিক্ষালয়ে পর এবার আদালতে চুরি করে আদালত চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। এই চুরি কাণ্ডের মধ্য দিয়ে ফের আদালত চত্বরের নিরাপত্তার কঙ্কাল সার বেরিয়ে এসেছে। ঘটনা সোমবার রাতে। পুলিশ ঘটনার তদন্ত করলেও এখনও দুষ্কৃতীদের টিকির লাগাল পায় নি।
নিরাপত্তার চক্রবুহ্য ভেদ করে চোরের দল প্রবেশ করে আদালতে।দুষ্কৃতীরা প্রবেশ করে মুহুরী অ্যাসোসিয়েশন কক্ষে। ঘর তছনছ করে দেয়। চুরির ঘটনা সংঘটিত করে এরা আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার সকালে আইনজীবী সহ মুহুরীরা আদালতে এসে এই দৃশ্য দেখতে পায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আইনজীবীদের একাংশের মতে নানান তথ্য প্রমাণ লোপাটের জন্য দুষ্কৃতীরা আগুন দেয় আদালত চত্বরে।
