ডেস্ক রিপোর্টার,২০ জুলাই।।
                                  ”  ১৯৭১ নয়, বিদেশী শনাক্তকরণের কাট অফ ডেট ২০১৪ – র ৩১ ডিসেম্বর। এই সময়ের আগে বাংলাদেশ, পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘুরা ভারতীয় বলেই গণ্য হবে।”- বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সম্প্রতি অনুপ্রবেশ ইস্যুতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করণের জন্য ইতি মধ্যে রাজ্য সরকার টাস্ক ফোর্স গঠন করেছে। গঠিত এই টাস্ক ফোর্স অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবে। এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
       মুখ্যমন্ত্রী বলেন, বিদেশী ইস্যুতে কোনো কোনো মহল ভুল ব্যাখ্যা দিচ্ছে। এটা মোটেও ঠিক নয়।মানুষকে বিভ্রান্ত করে সঠিক তথ্য তুলে ধরাই হলো মূল কাজ। ডাঃ মানিক সাহার সটান জবাব, ” কেন্দ্রীয় সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক্টস (ক্যাব) বা নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করেছে। এই আইনে স্পষ্ট ভাবেই বলা হয়েছে, ” নির্যাতনের কারণে বাংলাদেশ, পাকিস্থান ও আফগানিস্তান থেকে আসা( ১৪- র  ৩১ ডিসেম্বর) সংখ্যালঘুদের ভারতীয় বলে গণ্য করা হবে। তাই এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট তিন দেশ থেকে আসা লোকজনকে ভারতীয় বলে মান্যতা দিতেই হবে। “
“এই সময়ের পরে যদি কেউ এসে থাকে তারা নিঃসন্দেহে অনুপ্রবেশকারী। তাদের কোনো ভাবেই ভারতীয় বলে মেনে নেওয়া হবে না”।ঠিক এই ভাষায় স্পষ্টিকরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি অনুপ্রবেশকারী রুখতে আন্দোলন শুরু করেছে শাসক জোট তিপ্রামথা। এই ইস্যুতে দিল্লিতে পদ যাত্রা করেছে মথার কর্মীরা। আর তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর প্রায় প্রতিদিন বিদেশী ইস্যুতে সরব হচ্ছেন।এখন তিনি দ্বারস্থ হবেন নির্বাচন কমিশনে। এর আগে অনুপ্রবেশকারী ইস্যুতে সুপ্রিম কোর্টেও মামলা করেছিলেন তিনি। প্রদ্যুৎ কয়েক ধাপ এগিয়ে কখনও ১৯৫১ সাল,আবার কখনও ১৯৭১ সালকে কাট অফ ইয়ার ধরে বিদেশী সনাক্ত করণের জিগির তুলেছিলেন। রাজনীতিকরা বলছেন, নাগরিকত্ব সংশোধনী আইনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ভূতা হয়ে গিয়েছে প্রদ্যুৎ কিশোরের আন্দোলনের ‘ ফলা ‘।
             


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *