তেলিয়ামুড়া ডেস্ক,৫ মার্চ।।
রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশি নাগরিক। তেলিয়ামুড়া রেল স্টেশনে তাদেরকে আটক করা হয়েছে। ধৃতরা হলো ধীরেন্দ্র বিশ্বাস (৬০); অঙ্কিত বিশ্বাস (১৯); মিকন বিশ্বাস (১৮); সাথী বিশ্বাস (১৮)। সঙ্গে তাদের সঙ্গী শিলচরের বাসিন্দা ভানু সরকার (৫৪)।বুধবার দুপুরে আগরতলা থেকে শিলচরগামী রেলে তাদের আটক করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত বাংলাদেশি নাগরিকরা জানিয়েছেন, বাংলাদেশে হিন্দুদের থাকার মতো অবস্থা নেই। তারা বাধ্য হয়ে সীমান্ত ডিঙ্গিয়ে ওপার থেকে এপারে এসেছে। কুমারঘাটে এক নিকট আত্মীয় বাড়ীতে যাওয়ার পরিকল্পনা করেছিলো ধৃত বাংলাদেশিরা। এদিনই রেল পুলিশ ধৃত বাংলাদেশিদের খোয়াই আদালতে সোপর্দ করেছে।
