ডেস্ক রিপোর্টার,৯ ডিসেম্বর।।
শহরে অন্তহীন গাঁজা পাচার। কোনো ভাবেই পুলিশ এর রাশ টানতে পারছে না। মঙ্গলবার সন্ধ্যা রাতে আমতলী থানার চৌমুহনি বাজার এলাকা থেকে গাঁজা বোঝাই একটি মারুতি সুজুকি আটক করলো পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ। আটক করেছে গাড়ির চালককে। তার নাম আকাশ বর্মন। বাড়ি কোনাবন।জানিয়েছেন আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে।
গাঁজা বোঝাই গাড়ির চালক আকাশ বর্মন জানিয়েছে, খয়েরপুর থেকে কয়েকজন লোক তার গাড়িতে গাঁজার প্যাকেট তুলে দেয়। বিনিময়ে ভাড়া দুই হাজার টাকা। গন্তব্যস্থল কোনাবন।
আমতলীর এসডিপিও পারমিতা পান্ডে জানিয়েছেন উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৯ লক্ষ টাকা। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত? তা বের করার জন্য এন ডি পি এস অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

