আগরতলা, ১৮ অক্টোবর।।
রাতের আগরতলায় আক্রান্ত ভি – নিউজের সম্পাদক অর্ঘ্যজ্যোতি দত্ত ও তার স্ত্রী।শুক্রবার রাতে এই ঘটনা সংঘটিত হয়েছে শহরের ভাটি অভয় নগর এলাকায়। রাস্তায় একটি অটো অর্ঘ্যজ্যোতির গাড়িকেকে বিপদ জনক ভাবে ওভারটেক করে। এই ঘটনা কেন্দ্র করেই বাঁধে বচসা। বাধে। এক সময় পরিস্হিতি উত্তপ্ত হলে অটো চালক
রিকিতন দাস অর্ঘ্যজ্যোতি দত্ত ও তার স্ত্রীর উপর হামলা চালায়। এই সময় অটো চালকের সঙ্গে আরো কয়েকজন দুষ্কৃতী ছিলো বলে দাবী করেছেন ভি – নিউজের সম্পাদক অর্ঘ্যজ্যোতি দত্ত। এই ঘটনার পর রাতেই অ্যাসেম্বলি অফ জার্নালিস্টসে’র( এওজে) সাধারণ সম্পাদক শানিত দেবরায়ের হস্তক্ষেপে পুলিশ নড়েচড়ে বসে। এবং গ্রেফতার করে অভিযুক্ত অটো চালক রিকিতন দাসকে । অটো চালকের বিরুদ্ধে অর্ঘ্যজ্যোতি দত্ত পশ্চিম থানায় মামলা রুজু করেন। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা লিপিবদ্ধ করে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে, অ্যাসেম্বলি অফ জার্নালিস্টসে’র সদস্যরা। আইনের বিধান অনুযায়ী, ধৃত অটো চালক রিকিতন দাসের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস।এওজের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন সদস্য অভিজিৎ ঘোষ ।।
