ডেস্ক রিপোর্টার, ২৬ অক্টোবর।।
গত ২৩ অক্টোবর তিপ্রাসা সিভিল সোসাইটি আহুত ২৪ ঘন্টার রাজ্য বনধের দিন কমলপুরের শান্তিরবাজার এলাকায় এক অপ্রীতিকর ঘটনায় আহতদের দেখতে জিবি হাসপাতালে গেলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস। শনিবার দুপুরে তিনি জিবি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর করেন।তাঁর সাথে ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত ।
ভগবান দাস জানান, ” এই রাজ্যে বহুকাল ধরেই জাতি জনজাতির বসবাস। তবে সম্প্রতি এই সুন্দর পরিবেশকে নষ্ট করার চেষ্টা চলছে। এটা রাজ্যের জন্য মঙ্গল হবে না।
বিধায়ক ভগবান দাস বলেন, ” রাজ্যে সম্প্রীতি বজায় রাখার প্রয়োজন। শান্তি থাকলেই উন্নতি হবে।অন্যথায় কিছু হবে না। এটা বুঝতে হবে সাধারণ মানুষকে। ঘুর পথে ভগবান দাসও তাদের শরিক দল তিপ্রামথাকে সাবধানী বার্তায় দিয়েছেন।
বিধায়ক ভগবান দাস আহতদের দ্রুত আরোগ্য কামনা গোটা রাজ্যে জাতি – জনজাতির মধ্যে সম্প্রতি বজায় রাখার বার্তা দিয়েছেন।

