আগরতলা, ২১ এপ্রিল।।
আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৭তম সিভিল সার্ভিসেস দিবস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লককে পি.এম.-এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করেন। উল্লেখ্য, জেলার সামগ্রিক উন্নয়ন বিভাগে গোমতী জেলা এবং অ্যাসপিরেশনাল ব্লক প্রোগ্রামে উৎকর্ষতার জন্য ধলাই জেলার গঙ্গানগর ব্লক এই পুরস্কার লাভ করে।

গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা এবং ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ এই পুরস্কার গ্রহণ করেন। এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রাপ্তির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গোমতী ও ধলাই জেলার জনগণ ও জেলাশাসক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
#tripura #gomoti #dist #ganganagar #block #jm