ডেস্ক রিপোর্টার,১৯ নভেম্বর।।
ফের ভাগ্য খুলবে রাজ্যের কর্মচারীদের। তারা পেতে পারেন অষ্টম বেতন কমিশন। এই রকম ইঙ্গিত দিয়েছেন রাজ্যের অর্থ মন্ত্রী প্রণজিত সিংহ রায়।
বুধবার ১৪ দফা দাবির ভিত্তিতে অর্থ মন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের নেতৃত্ব। তারা মহাকরণে গিয়ে মন্ত্রীর কাছে দাবি সনদ তুলে দিয়েছেন। ডেপুটেশন পর্বের শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে আর্থ মন্ত্রী প্রণজিত সিংহ রায় বলেন, ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে। আগামী ১৮ মাসের মধ্যে কমিটির রিপোর্ট জমা করতে বলা হয়েছে। এই রিপোর্টের উপর নজর রাখবে সব রাজ্য।
মন্ত্রী বলেন, রাজ্যের কর্মচারীদের ডিএ বৃদ্ধি সহ অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার চিন্তা ভাবনা করে।রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কর্মচারীদের অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে কথা বলেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থ মন্ত্রী নির্মলা সিতারমনের সঙ্গে।
এদিন অর্থ মন্ত্রী প্রণজিত সিংহ রায়ের কাছে ডেপুটেশন দিয়ে ১৪ দফা দাবীর কথা তুলে ধরেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের নেতৃত্ব। এবং তাদের অভিযোগের কাঠ গড়ায় ছিলো পূর্বতন বাম সরকার।
প্রকারান্তে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় বুঝিয়ে দিয়েছেন, সরকার রাজ্যের কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে। কেন্দ্রীয় সরকারের ঘরে নতুন রিপোর্ট জমা পড়লেই, রাজ্য সরকার সেই রিপোর্ট বিবেচনা করে টাকায় ভরিয়ে দিতে পারে কর্মচারীদের পকেট। তবে এটাও ঠিক, এই স্বপ্ন কি রাজ্যের কর্মচারীদের স্বপ্নই থেকে যাবে? নাকি পাবে বাস্তব রূপ? কর্মচারীদের মধ্যে উঠছে এই সংক্রান্ত নানান প্রশ্ন।

