ইছাইলালচড়া গ্রামের লোকজনের বক্তব্য অনুযায়ী, এদিন দুপুরে গ্রামের এক জায়গাতে একটি ইলেকট্রনিক ডিভাইস পড়ে থাকতে দেখতে পায়। তাতে ইংরেজিতে ছিলো “জিপিএস”(GPS)।আতঙ্কগ্রস্থ গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ।ডিভাইসটি উদ্ধার করে নিয়ে আসে থানায়।
ধর্মনগর ডেস্ক , ২৫ জানুয়ারি।।
প্রজাতন্ত্র দিবসের প্রাক লগ্নে উত্তর ত্রিপুরার কদমতলা থানার গ্রাম ইছাইলালচড়া থেকে উদ্ধার জিপিএস ডিভাইস। পুলিশ ডিভাইস উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা রবিবার দুপুরে। তবে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন, ” আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।তাঁর মতে, এটি কোনো বিপজ্জনক জিনিস নয়, বরং একটি ‘রেডিওসন্ড’ নামক বৈজ্ঞানিক যন্ত্র। এই যন্ত্র মূলত আবহাওয়ার পূর্বাভাস এবং গবেষণার জন্য ব্যবহার হয়।
ইছাইলালচড়া গ্রামের লোকজনের বক্তব্য অনুযায়ী, এদিন দুপুরে গ্রামের এক জায়গাতে একটি ইলেকট্রনিক ডিভাইস পড়ে থাকতে দেখতে পায়। তাতে ইংরেজিতে ছিলো “জিপিএস”(GPS)।
আতঙ্কগ্রস্থ গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ।ডিভাইসটি উদ্ধার করে নিয়ে আসে থানায়। ওসি জয়ন্ত দেবনাথ সহ পুলিশ গোটা যন্ত্রটি খতিয়ে দেখেন। গ্রামবাসীদের আশ্বস্থ করে বলেন, “আবহাওয়া দপ্তরগুলো বায়ুমণ্ডলের তথ্য সংগ্রহের জন্য এই ধরনের ডিভাইস বায়ু মণ্ডলে প্রায়শই ছেড়ে থাকে। ঘটনাস্থল ভারত- বাংলাদেশ সীমান্ত হওয়াতে এটি ত্রিপুরা আবহাওয়া দপ্তর বা বাংলাদেশের আবহাওয়া দপ্তর ছাড়তে পারে জিপিএস ডিভাইসটি। পাশে বাংলাদেশ সীমান্ত থাকায় ওপার থেকেও এপারে আসতে পারে।
গ্রামে এই ধরনের ডিভাইস দেখতে পেয়ে আতঙ্ক গ্রস্থ হয়ে যায় স্থানীয় লোকজন। তাদের মধ্যে সৃষ্টি হয় নানান কৌতুহল। কারণ, এই মুহূর্তে বাংলাদেশে সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে। তাই এই জিপিএস ডিভাইস দেখে আতকে উঠে গ্রামের লোকজন।

